top of page

সি আর এস-০০৩-একক এবং সাংখ্যমান

  • Writer: Sankha Das
    Sankha Das
  • Mar 24, 2024
  • 1 min read

বিজ্ঞান কে সাধারনত ভৌত রাশি দিয়ে বেক্ষা করা হয় এবং ভৌত রাশি কে গণিত দিয়ে। ভৌত রাশি কে গণিত দিয়ে বেক্ষা করার জন্য পরিমাপের সাহায্য নেয়া হয়। যেমন দৈর্ঘ, ভর আর সময় ভৌত রশিদের পরিমাপের সাহায্যে বেক্ষা করা হয়। 


এই ভৌত রাশিগুলোর মূল্য বার করার জন্য আমরা একটা নির্দিষ্ট একক ব্যবহার করে থাকি।যেমন দৈর্ঘ মাপার জন্য মিটার, ভর মাপার জন্য কিলোগ্রাম আর সময় মাপার একক হলো সেকেন্ড।এই এককগুলি হলো মৌলিক একক। বিভিন্ন মৌলিক একক ব্যবহার করে আমরা লব্ধ একক পাই।যেমন দৈর্ঘ বা দূরত্ব কে সময় দিয়ে ভাগ করলে আমরা গতির একক পাই। যখন আমরা এই ভৌত রাশিগুলো কে মাপি তখন বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে থাকি,যেমন দৈর্ঘ মাপার জন্য স্কেল বা ভার্নিয়ার, ভর মাপার জন্য দাঁড়িপাল্লা এবং সময় মাপার জন্য ঘড়ি। 


সারা বিশ্বের বৈজ্ঞানিকরা এই ধরণের ভৌত রাশি এবং তাদের একক ব্যবহার করে বিভিন্ন ধরণের বৈজ্ঞানিক আলোচনা করে থাকেন। 


সি আর এস -০০৩ - একক এবং সাংখ্যমানের কথাটার অর্থ বুঝতে পারবে। এই ভিডিও তে দৈর্ঘ এবং ঘনক্ষেত্রের আয়তন পরিমাপ করে  একক এবং সাংখ্যমানের ব্যাপারে ভালো ভাবে বোঝানো হয়েছে।



। 



 
 
bottom of page